top of page

লাকি মি লেখার নেপথ্য ঘটনা

Writer's picture: Suman  BasuSuman Basu

ঈশ্বরের আশীর্বাদে লাকি মী প্রকাশ পাবার দুমাস পূর্ণ হতে চলেছে। এখনো অব্ধি প্রায় পঞ্চাশ কপি বই বিক্রি হয়েছে এবং অনেকের কাছেই আমি বেশ প্রশংসা পেয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই বই লেখার পেছনে কি গল্প ছিল বা কি অনেপ্রেরনা ছিল। এই পোসট টা সেই প্রসঙ্গে লেখা।

আমার কাছের মানুষরা জানেন কাজের সুবাদে আমি দেশে বিদেশে বহু স্থানে ঘুরেছি, এবং অনেক সময় লম্বা সময় ধরে সে সব স্থানে থেকেছি। বেশি দিন একজায়গায় থাকলে তখন আর আমারা ট্যুরিস্ট থাকি না, সে লোকালয়ের একটা অংশীদার হয়ে যাই। এবং বিভিন্ন ঘটনা বা অনুভূতিকে স্থানীয় লোকের নজর থেকে দেখতে শুরু করি। জীবন আমাদের নিত্য নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায়। কিছু ভাল কিছু ততটা মনোরম নয়। কিন্তু প্রত্যেক এপিসোড আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। এবং আজ এত বছর পরে এটা বুঝেছি যা কিছু হয় সব ভগবানের আশীর্বাদেই হয়। আমি তাই সব পরিস্থিতি তাঁর দান বা অনুকম্পা বলেই ধরে নিই । এই সুবাদে এমন অনেক ঘটনা ঘটেছে আমার সাথে যার আপাত দৃষ্টিতে কোন ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। প্রথম প্রথম ভাবতাম এটা হয়ত কাকতালীয় । কিন্তু অনেক বছর ধরে বিচার বিশ্লেষণ কোরে দেখতে পেলাম নিশ্চয়ই আমার ওপর ভগবানের অনেক কৃপা না হোলে এমন অনেক ঘটনা ঘটেছে তাতে নিজেকে সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ত। অনেক ভেবে চিন্তে দেখলাম এমন হয়ত অনেকের সাথে হয় কিন্তু দেখার চোখ থাকে না আর বিশ্বাসের মন থাকে না। হতে পারে আমার এই অভিজ্ঞতা গুলো তাঁদের আবার ভেবে দেখার সুযোগ দেবে। আমার বইয়ের উপক্রমণিকাতে আমি একটী বিশেষ ঘটনার কথা উল্লেখ করেছি যাকে আমরা টারনিং পয়েন্ট বলতে পারি। অন্তত ঐ ঘটনা আমাকে ভাবাতে শুরু করেছিল জ্যা আমার এই অভিজ্ঞতা গুলোকে লেখা উচিত, সে ২০১৯ সালের কথা।। তখন থেকে প্রায় ১০০ গল্প লিপিবদ্ধ কোরে ফেলেছি। তাঁর থেকে কোন দশ টা প্রথম খণ্ডে আসা উচিত তা নিয়ে অনেক দ্বন্দ্ব চলল। আমার ক্লাসের বন্ধুদের কাছে অনেক ঋণী , অনেক ধন্যবাদ আমার স্ত্রী যারা সময় নষ্ট কোরে এই কাজে সাহায্য করলেন ।। দশ হোল না, একটা বেশি হয়ে গেল। তারপর বই ছাপাতে গিয়ে জানলাম যে প্রকাশকরা নামি দামি লেখক ছাড়া বই ছাপাতে চান না। খুব স্বাভাবিক । এটা তাঁদের ব্যবসা, ।। তাই সে সব ওয়েব সাইটের খোঁজ শুরু হোল যারা নতুনদের লেখা বের কোরে। কেউ কেউ তো আকাশ ছোঁয়া দাম চাইতে শুরু করল ।। আমি দেখলাম তাতে বইয়ের দাম এত বাড়ছে কেউ ছোঁবেও না ।। আমার বই লেখা ব্যবসা নয় , আমি চাই লোকে আমার লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে তাঁদের কথাও লিখুন বলুন ,তাঁদের ভগবানের কৃপার কথা ভাবুন , অতএব শিখতে শুরু করলাম কি কোরে বই ছাপাতে হয় তাতে অনেক খানি খরচ কমে যায়। আবার আমার স্ত্রী অনেক সাহায্য করলেন , দুজনে মিলে কভার ডিজাইন, ইন্টিরিওর ডিজাইন, ফন্ট প্রুফ রিডিং আর ফরম্যাট এবং আরও টুকি টাকি শিখলাম ।। বইটাতে হয়ত বেস্ট প্রো টাচ নেই কিন্তু আমার কাছে কিছু এসে যায় না।। যারা পড়বেন তারা কন্টেন্ট পছন্দ করবেন ।। এখনো অব্ধি বন্ধুরা ভুল বার কোরে দিচ্ছে যা আমি দ্বিতীয় এডিশন এ কারেক্ট করব, ।। যারা পরেছেন তাঁদের অনেক থ্যাংকস আর যারা এখনও সময় কোরে উঠতে পারেন নি তারা একবার পড়ে দেখুন। লাকি মী Notion press ,Amazon,Flipkart সব জাযগায পাওয়া যাচ্ছে ।। লিঙ্ক দিলাম। আমি অফ লাইনে বিক্রি করার কথা এখন ভাবছি না।






আশা করি আপনারা পড়বেন । নমস্কার ।

26 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

©2022 by Suman Basu 's Life Stories. Proudly created with Wix.com

bottom of page